।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সারদামণি মণ্ডল

মধ্যবিত্ত

নতুন সাবানের উপর সযত্নে চেপে রাখা পুরোনো সাবানের টুকরোটা মনে করিয়ে দেয় আমি মধ্যবিত্ত।
এ. সি কেনার ইচ্ছে দমিয়ে রেখে কুলার কিনে যখন বাড়ি ফিরতে হয় বুঝতে পারি আমি মধ্যবিত্ত।
সর্বাধিক পছন্দের শাড়িটা দোকানে রেখেই যখন অন্য একটি নিয়ে বাড়ি ফিরি, মনে পড়ে আমি মধ্যবিত্ত।
প্রিয়জনকে একাধিক উপহার দেওয়ার ইচ্ছে থাকলেও যখন একটির বেশি দিতে পারিনা, মন বলে আমি মধ্যবিত্ত।
বিরিয়ানি খাওয়ার স্বাদ যখন ডিম ভাত খেয়ে মেটাতে হয়, বুঝতে পারি আমি মধ্যবিত্ত।
পূজোর চারদিন’ই নতুন পোশাক পরার ইচ্ছে স্বত্ত্বেও যখন মনকে বোঝাই অষ্টমী’র অঞ্জলিটা নতুন পোশাকে দিলেই হলো, কেউ যেন বলে তুই মধ্যবিত্ত।
খুব ইচ্ছে বসে বসে কবিতা লিখি, কিন্তু পেটের জ্বালা মেটানোর জন্য যখন কবিতা ফেলে টিউশন পড়াতে ছুটতে হয়, মন দুঃখ করে বলে তুই মধ্যবিত্ত।
স্যোশাল নেটওয়ার্কিং সাইটে মনোরম সুইজারল্যান্ডের দৃশ্য দেখে যখন মনে মনে সুইজারল্যান্ড ভ্রমণের আনন্দ উপভোগ করতে হয়, বুঝতে পারি আমি মধ্যবিত্ত।
I-Phone কেনার শখ যখন I-Phone এর লোগো ওয়ালা কভার কিনেই মেটাতে হয়, মনে পড়ে আমি মধ্যবিত্ত।
বাস্তবায়িত হবার সুযোগ না পেয়ে রোজ রোজ ব্যর্থ হওয়া স্বপ্ন গুলো মনে করিয়ে দেয় আমি মধ্যবিত্ত।

সেই গাছটা

তুমি কি একটা গাছ হবে?
আমার সাজানো বাগানের খুঁটি হবে?
সেই চিরহরিৎ একটা গাছ।
রোদে ঝড়ে বৃষ্টিতে তুমি অবিচল
দিগন্ত বিস্তৃত তোমার ডালপালা
আর তাতেই আমার আশ্রয়
সবচেয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য আশ্রয়।
তোমার শেকড় আমায় শেখাবে
দুর্গম রহস্য ভেদের কৌশল,
তোমার মগডাল শেখাবে
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে,
ডালপালা গুলো কাছে ডেকে বলবে
আয় আরো কাছে কাছে থাকি
আয় আরো হাতে হাত রাখি।
দিনের শেষে পরিশ্রান্ত আমি
তোমাতেই পাবো শীতলতার স্পর্শ
তুমিই হবে আমার প্রাণবায়ুর উৎস।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।