T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন তাপস মহাপাত্র

রহস্য
তোমার রহস্য থেকে বারবার
তোমাকেই তুলে নিই, ফিরে দেখি
আরেক রহস্য যেন শিকড় গজায় !
যে আকারে ছিলে আগে
তাতে আর পুনরায় ফিরে যাওয়া নেই।
নিত্য নতুন এই, তা শুধু তোমারই নয়
মায়ার বুনন সেধে সেধে মাধুর্য চিরায়ত হয়।
এও এক রহস্যের কাঙ্ক্ষিত জয়।
থেকেছো, কি থাকোনি
না কি তা ভুলে যাও পরজন্মের মতো,
কোনোকিছু ভবিতব্য নয় !
শুধু সময়ের কাছে রেখে যাওয়া জন্মগুলো
ঘোরেফেরে মানুষের মতো নন্দিত, বিষাদময় !
তোমার রহস্য থেকে তোমাকেই তুলে নিই
তবু এতবার হারিয়েও কক্ষনো নিঃস্ব হইনি।