কবিতায় শুভদীপ মাইতি

যাপিত শূন্য

যে হাতটি আপনি ধরেছিলেন, চোখ বন্ধ করে হেঁটে যাওয়ার জন্য
সে আপনার ‘পুতুল নাচের ইতিকথা’, ছায়া দিয়ে চলে গেল

আপনার ডুমুর ফলের মতো নাভি থেকে উঠে আসছে আলো
ভেজা ভেজা শব্দব্রহ্ম অক্ষরেরা, ছড়িয়ে পড়ছে
কামিনী ফুলের গন্ধের মতোন;
আপনাকে জড়িয়ে নিচ্ছে বইবাহক ও অশনি মিত্র

বুকের ভেতর যখন বেওয়ারিশ লাশের চিতা,
বইমেলার সমস্ত নামাঙ্কিত পুরস্কার নিয়ে যাচ্ছে বরাহনন্দনেরা
পুরস্কার প্রাপ্ত কবির বাড়ির দেওয়ালে পোস্টার কাঁদছে। হায় কান্না।
আমাদের ক্ষমা করবেন পঞ্চানন কর্মকার

কবির অনন্ত শূন্যতা জুড়ে ক্ষরণ, বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছে।

Spread the love

You may also like...

error: Content is protected !!