গুচ্ছ কবিতায় শোভন মণ্ডল

১| সী-ফেসিং ব্যালকনি
হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখা যায়
বারান্দাতেই আমাদের চেয়ার পাতা
আমরা বসি, গল্প করি
এক কাপ কফি নিয়ে কাটিয়ে দিই বেলা
সময় এলিয়ে দিই
সমুদ্র উচ্ছ্বাস দেখায়
সোহাগ ছড়ায়
গড়েপিটে নেয় ঢেউ আর ফেনা
সে দিকে তাকিয়ে থাকতে ভাল লাগে
চোখ জুড়িয়ে আসে
প্রতি বছর আমরা এখানে আসি
এই বারান্দায় বসি
দু'জনে
কফির কাপ হাতে
এই ভাবেই
শুধু তো সমুদ্র দেখি না
জীবনও জুড়িয়ে নিই
২| দোষ
দোষ নিতে নিতে ক্লান্ত হয়ে উঠেছি আমি
না জেনে গাছও দোষারোপ করে
ঘেমে যায় ঘাস, মাটির আঁচিল
একান্তই আমাকে পথ দেখাও
চোখে চোখে নির্লিপ্ত রাগমোচন
এসব তো জানতে সেই বালুকা বেলায়
কাকে তুমি ভালবাসতে বলো ,
আর কে তোমায় ছুঁয়ে দেখতো অবহেলায় ?