।। বন্দে মাতরম ।। কবিতায় রতন বসাক

স্বাধীন করতে

ইংরেজদের ওই অত্যাচারে
সবাই গেল রেগে,
স্বাধীন ভাবে থাকার জন্য
ছুটলো সবে বেগে ।
দল বানালো একে একে
দেশের নেতার সঙ্গে,
ভয় পেলো না বাধা দিয়ে
আঘাত নিতে অঙ্গে ।
মনের জোরে এগিয়ে যায়
দেশ স্বাধীন করতে,
বীর ছেলেরা মেনে নিয়ে
হোক না তাতে মরতে ।
অবশেষে স্বাধীনতা
এলো আমার দেশে,
নিজের মতো মনটা খুলে
থাকো ভালোবেসে ।
দেশের জন্য প্রাণটা যারা
দিলো স্বার্থ ভুলে,
প্রণাম শ্রদ্ধা সম্মান তাদের
জানাই দুহাত তুলে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।