কবিতায় সুমিতা মুখোপাধ্যায়

মৃত্যুর দরবেশ

যতোটা নিঃসঙ্গ ভেবে তৃপ্তি পাও
ততোটাই ভরাট আমি আজ।
ফকির রোদ মাখে দরবেশ জীবন ;
ভেঁপুরমেলা মনের চরা জুড়ে।
সে তুমি বুঝবে না কোনদিন
নিভৃত এই দরগা সুখ।
কাল সারারাত সেতার বেজেছে কানে;
ডুবকি রং ঝর্ণায়।
অলৌকিক এক সূর্য। উঁকি দেয় অন্ধকারে
পাহাড়েরর জঙ্ঘা বেয়ে নামে বিহ্ললতা,
বিনম্র বরফকুচির মতো দুঃখগুলো উড়িয়েছি
নামহীন আকাশের ঠিকানা
চিঠি এসেছিলো – জানিয়েছিলো-
(সে তোমার নয় জেনো
তোমার নয় কখনোই)
তাই
যতটা নিঃসঙ্গ ভেবে তৃপ্তি পাও
ততটাই। ভরাট আমি আজ ….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।