তুমি যদি হতে স্রোতবাহী নদী-
আমি ভেসে বেড়াতাম তোমার স্রোতে,
পাল তোলা কোনো এক খেয়া তে।
তবে তুমি তো বসন্ত,
আর বসন্ত আমার দরজার কড়া নড়ে না।
সে কোন দিন আমার ঘরেও আসে না,
আমার দরজায় যারা কড়া নাড়ে-
তারা হলো বেদনা, যন্ত্রনা আর অবহেলা।
শীত মাঝে মধ্যেই আসে আমার ঘরে,
তবে সে এলে আমার হয় যন্ত্রনা-বেদনা
কারণ আমার শীত পরিহিত বস্ত্র নেই।
বসন্ত আমায় অবহেলা করে ঠিক,
তবে একদিন দয়া করে এসেছিল ক্ষনিকের জন্য।
বলেছিল আমি আসবো সেদিন ,
যেদিন শরৎ আসবে তোমার ঘরে।