কাব্যানুশীলনে সোনালি
by
·
Published
· Updated
ওড়না
আমার
ঘুমের চাদর ওড়না এলোমেলো
রাতের মেঘে তরুণ তারা বলে
চাঁদের আখর মেঘলা আকাশ ছবি
কাজল টানা লাবণ্যের দখলে
গোলাপ খোঁজে হাল্কা রঙের কল্পনা,
তার
দুধ সাদাদের ফেনার মত ছোঁয়া
আদর তুমি খাটের পাশে নেহাৎ ভিজে
তোয়ালে আর স্নানের জলে ধোয়া
সময় যত ছুটছে তত
ছুটছে কি আর মেশিন ট্রেডমিল ?
আমি
চুপটি করে চাদর টানার ফাঁকে
দিই আলতো হেসে মন দরজায় খিল
সেই ম্যাজিকঘরে হীরেমানিক গল্পেরা
তার বাহার দেয়া বাক্সে কারিগরি
জীবন
রোজের পাতায় রোজনামচায় লিখতে
থাকছ রোজই নতুন রঙের জাদুকরী
তাই বসেই আছি মনের জানলা খুলে
আমি
পকেট খালি রাখি
তুমি যা দিচ্ছো তাই বুকের মধ্যে নিয়ে
পুষি শিকলিখোলা দুরন্ত সুখ পাখি।