কবিতায় সন্দীপ কুমার মিত্র

নিঃস্বার্থের নামাবলি
মল্লিকা
তুই কোনো দিন
ব্যথা ভরা মেঘ দেখেছিস
বিন্দু বিন্দু কষ্ট জমা হয়ে
ব্যথার আকাশ ছেয়ে যেতে?
নির্বাক হয়ে ছুটে বেড়াতে
একটু ভালবাসার জন্য
একটু প্রাণের পরশ পেতে
হাজার হাজার মাইল
জীবনসমুদ্র অবলীলায় পার হতে?
সারা আকাশে গুমরে কেঁদে উঠতে—
কেউ, কেউ থাকে না
সে ভাষা বোঝার অপেক্ষায়
কারো হৃদয় একটুও দোলা লাগে না
একটুও কষ্ট অনুভূত হয়না।।
সবাই ছুটছে তখন নতুনের ঘ্রান নিতে
নিঃস্বার্থের নামাবলি গায়ে জড়িয়ে
স্বার্থপরের মত।।