কবিতায় গীতালি ঘোষ

শুধু তোমার জন্য
এক পৃথিবী লিখতে পারি
শুধু তোমার জন্য……..
নদী হয়ে বইতে পারি
শুধু তোমার জন্য।
ইচ্ছে ডানায় উড়তে পারি
শুধু তোমার জন্য।
অকূলে নাও বাইতে পারি
শুধু তোমার জন্য।
তারা হয়ে ফুটতে পারি
শুধু তোমার জন্য।
ফাগুন হয়ে জ্বলতে পারি
শুধু তোমার জন্য।
অঝোর ধারায় শ্রাবণ হব
শুধু তোমার জন্য।
আঁধার রাতে অপেক্ষমান
শুধুই তোমার জন্য।
বাঁশির সুরে উদাসী মন
শুধু তোমার জন্য।
শিশির ভেজা সবুজ শ্যামল
শুধু তোমার জন্য।
একলা বাসর সাজিয়ে রাখি
শুধুই তোমার জন্য।
যেদিন তোমার সময় হবে
আসবে নিয়ে ‘জীবন’ বয়ে
সুখটুকুকে নিঙড়ে দেবে
শুধুই আমার জন্য।।