|| সাহিত্য হৈচৈ – সরস্বতী পুজো স্পেশালে || সুজিত কুমার দাস
by
·
Published
· Updated
বাতাসে ধূপের গন্ধ
পাংশু রক্তিম আভা —বিচ্ছেদের ঘনঘটা
তব মুরতি কি সাজে সাজিলো আজি ‘
নিশি শুক্লপক্ষে এ বিষাদের ভেরি
বার বার কেন উঠিছে বাজি ‘
মোর কর্নান্তরে ।
অশান্ত কোলাহল যন্ত্রনায় —বক্ষ আজি ‘
মুমূর্ষ পিঞ্জর,
ক্ষনে ক্ষনে ধিকি ধিকি —উঠিছে ঠেলিয়া
উদর প্রান্তর,
কি আশার নেশা অন্তরে
তব নয়ন প্রান্তরে ।
অক্ষমতা নহে মোর
নীতিরে দিয়াছি অগ্র,–অধিকার
তুমি বধূ আসিয়াছো,
তব প্রিয় স্বামী মন
করিয়া রঞ্জন সাজাইতে গৃহদ্বার
এতো তোমার অগ্র–অধিকার ।
তাই ক্ষনিক অবসর দিয়াছি তোমায় —
নহে বিসর্জন ।
দগ্ধতাম্র চক্ষু -মুদি ধ্যানে মহেশ্বর
নারী তুমি, দ্বিধা না করি,
লহমাগী বর —
আপন স্বামীর লাগি ‘করিয়া অর্জন ।
উদাসীনি নহ তুমি —বুদ্ধিমতী নারী
তবে কেন এতো রাগ, এতো অভিমান
ছড়াইছো বায়ু ভরে —
আলিঙ্গনে নিঃশেষিত কর
উজাড় করি সমস্ত বুকের ব্যথা
অন্তর করি স্পর্শ আর একটি অন্তরে ।
ভিক্ষা মাগো প্রসাদ সঞ্চারী
সাজাইয়া প্রাণতি তোমার,
অর্ঘ -নৈবেদ্য অমৃতসম
পবিত্র প্রস্তর মাঝে মুরতি হোক অন্ধ
বাতাসে ধূপের গন্ধ ।