সহকারী অধ্যাপক ও
বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ
ডুলাহাজারা কলেজ,
চকরিয়া, কক্সবাজার।
সাবেক সভাপতি বন্ধুসভা, চকরিয়া।
নির্বাহী সদস্য
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
অভিমানী
অভিমানী কার্ডগুলো মুখ ফুলিয়ে দূরে
থাকে, প্রেয়সী রঙিন সবুজ কুঁড়ি
মুখ তুলে তাকাতে গিয়েও
কেমন করা দৃষ্টি হানে
পুড়িয়ে দিতে
মন।
পাশাপশি বসে বাক্যাসনে রাখা চাঁপা কলি
ছুঁয়ে দেয়ার সুপ্ত ইচ্ছে ক্রমান্বয়ে দানা
বাঁধার ঠিক একটুকু আগেও
নিশ্চিত হয়ে এগোচ্ছে
কর্কশ রোমশ হাত
থামে।
হতে যুক্ত দুটোই আকার ছাড়ে নিজস্ব
কখনো নীচে কখনো উপরে কখনো
পাশাপাশি কখনো ঝগড়া আড়ি
কখনো মিলেমিশে ভিন্ন রূপে
ভিন্ন প্রকাশে লুকানো
ছাড়াছাড়ি।