T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শমিত কর্মকার

এটাও হয়
বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে
টিপ টিপ পায়ে অবসর জীবন
বসে আছে ওরা,আমরা পাঁচ জন
আড্ডায় মেতে উঠবে ওদের জীবন।
সাঁজ প্রদীপের সাথে বেজে ওঠে শঙ্খ
অবসর জীবনের আড্ডা তখন ফুটন্ত যৌবন
ভেসে আসে কথার সাথে উচ্চ হাসি
কি নেই তাতে আমরাও আলোচনা করতে জানি।
অবসর জীবনের হাঁটা পথে
পরস্পর পরস্পরের সাথে চলছে ঘরে
কিছুটা শান্তি আর শরীরের প্রশান্তি
অবসর জীবন কে রক্ষা করতে বেঁধেছি সুখের ঘর।