T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দেবাশীষ ভট্টাচার্য্য

নিজেকে মনে পড়ে?

এই যে রোজের লড়াই , সংগ্রাম!
কতোটুকু নিজেকে মনে পড়ে?
কতোটা মনে হয় আমার শৈশব গিয়েছে চলে,
আমার পিতৃপুরুষ একদলা পিণ্ডি নিয়েই খুশী?
বাইরে কোলাহল – উড়ান উৎসব মিশে চলা ;
উত্তরাধিকার সূত্রে যে আবেগ পেয়েছি তাকে আমি ঘুমাতে দিতে পারিনি কখনও –
পারিনা না পারার ইস্তেহার হতে,
তবু হতাশা আছে, হতাশা আসে,
স্লিপিং পিল ভুলে জড়িয়ে নিয়েছি রাতের ষড়যন্ত্র –
দিনের অঙ্গীকার –
আমি কী সংযমী ? আমি কি ভাগ্যের ক্যাচ মিস করেছি?
গোল হয় – দুরন্ত গোল ;
ইঁটের পাঁজরে পরিমাণমতো আঠা –
আটকে থাকে শহর যাকে জীবন যাপন বলে ,
আমরা সবাই আটকে পড়েছি কোথাও না কোথাও
চিৎকার করছি ছটফট করছি তবু বেরোতে পারছিনা –
আটকে পড়ছি এবং পড়েছি রোজ
নিজেকে মনে পড়ে?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।