T3 || স্বাধীনতার খোঁজে || বিশেষ সংখ্যায় সরিফা খাতুন

স্বাধীনতা কি?

আমরা অহংকার করি আমাদের দেশ স্বাধীন,
আমরা স্বাধীন দেশে বাস করি|
সত্যিই কি আমরা জানি স্বাধীনতার আসল মানে?
নাকি শুধুই স্বাধীনতা দিবস পালন করি?
আমরা জেনে এসছি ইংরেজদের হাত থেকে
মুক্তি পেয়েই ভারত স্বাধীনতা লাভ করে|
এটাই আমরা জেনেছি, মানুষের মুখ থেকে
শোনা কাহিনী আর ইতিহাসের পাতায় পড়ে|
ইংরেজদের ভারত থেকে তাড়িয়ে ভারত স্বাধীন হল|
দেশের মাটিতে ত্রিরঙ্গা পতাকা উঠল|
সত্যি কি তাই?
আমাদের ইংরেজমুক্ত দেশে আমরা স্বাধীন মানুষ,
আর আমাদের উপর কেউ অত্যাচার করবে না,
আমরা নিজেদের মতো চলব, অন্যায় করবো না|
তৈরী হল আমাদের দেশের সংবিধান|
লেখা হল কত নং ধারায়,
আমাদের কোন অন্যায়ের কী শাস্তি?
আমাদের শাসনক্ষমতা দেওয়া হল প্রশাসনের কাছে,
সেই কথাই আমরা বিশ্বাস করতে লাগলাম বই এর
পাতায় পড়ে|
সত্যি কি স্বাধীনতা পেয়েছি নাকি শেখানো বুলি শিখেছি?
ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে স্বাধীনতা যোদ্ধাদের নাম|
স্বাধীনতার ৭৪বছর পেরিয়ে গেছে, যত দিন যাবে ততই আমরা ইতিহাস ভুলতে থাকবো|
একটা সময়ের পর মানুষ ভুলে যাবে, স্বাধীনতার বীর শহিদদের নাম,
কিছু মানুষ বুঝতে পারছে অত্যাচার থেকে হয়তো আমাদের দেশ মুক্তি পেয়েছে,
কিন্তু অত্যাচারের হাত থেকে মুক্তি পায়নি মানুষ,
আজও একটা মেয়ে রাস্তায় একা বেরোতে ভয় পায়,
জন্তু জানোয়ারের ভয় নয়, মানুষের ভয়|
কিছু মানুষ ভাবে মানুষের সাথে অন্যায় করা আজ
কোনো দোষের না
কারণ পকেটে পয়সা থাকলে অন্যায়ের সাজা
খুব সহজে মেলে না|
আসলে সুযোগ পেলে সবাই অন্যকে নিজের অধীনে রাখতে চায়|
বুঝতে অনেকটা সময় লাগলেও, মানুষ বুঝতে ঠিকই পারবে|
ক্ষমতা থাকলেই সবাই শাসক হয়ে উঠতে পারে,
কিন্তু ক্ষমতা থাকলে সবাই প্রতিবাদী হয়ে উঠতে পারে না|
কিছু মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেও,
সময় মতো ন্যায় বিচার পায় না,
কখনো কখনো কোনো বিচারই হয় না তাদের,
কারণ তারা সংখ্যায় কম,
লড়াই করার ক্ষমতাও কম|
তবে আমাদের কখনো নিজর অধিকার অন্যকে ছেড়ে দেওয়া উচিত নয়|
নিজের অধিকার অন্যকে দিলে খুব শীঘ্রই
রক্ষক একদিন হয়ে ভক্ষক উঠবে|
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।