T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সৌম্য ঘোষ

মিথোজীবী
ততটুকু নির্ভরতা পাক্ আমার আবেগ
যতটুকু গুল্ম হতে পেরে ধন্যবাদ দিতে পারে
লতাটুকু বৃক্ষরাজের বাস্তবাদী ডালে,
ঠিক ততটুকু কান্না ভরে দাও শিকড়ে
যতটা কান্নাকে চাতকীয় ভালোবাসা ভেবে
হৃদয় মথিত হয়,
আমার দৈনন্দিন আনন্দ ও মৃত্যুর উদযাপন
লিখে যেতে পারি দিনের হিসাবে।
আসলে সবটাই মিথোজীবী জীবন।