T3 || ঘুড়ি || সংখ্যায় সোনালি মন্ডল আইচ

খুব হাওয়া
ধূপছায়া এক মেঘলা মন
আজ এটা কাল সেটা
ব্যর্থ হাওয়া দগ্ধে যায়
শিকেয় তোল খানিক ভোল
নিত্য কাজ বাঁচার রাজ
দ্যাখ চেয়ে যায় বয়ে
সুখ দুঃখের নৌকা ওই
পাওনা গণ্ডা মাপ মতই
চল বাঁচি সব ঢাকি
খুব ছুটে চুপ টুটে
নেই মানা সবুজ ডানায়
কালো ফড়িং ঘাসের ডগায়
ফুলের পাশে চলনা উড়ি
আকাশমুখো স্বপ্নগুলি
জবর দখল করব চুরি
দুজনে আজ ব্যস্ত ঘুড়ি ..