T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শান্তময় গোস্বামী

অমৃতময় কিছু ব্যথা
১
প্রত্যেক উৎসবের অন্ধকার আছে… বৃষ্টিও!
বসে আছি… একা…
চিবুকে জেগে আছে এক প্রেমিক অন্ধকার।
… এখুনি কাঁদবো না!
২
উৎসব শেষে মনে হয়
আমাকেও চলে যেতে হবে…
মাটি হয়ে ধুয়ে ধুয়ে… আগুনে হাত ধুয়ে… ধোঁয়া ছুঁয়ে
চলে যেতে হবে কোথাও…
৩
যে শিশুটি এইমাত্র জন্ম নিলো সে জানে না
এই আকাশের সাথে… মাটির সাথে ওর পার্থক্য কি
আমার শরীরের সাথে ওর শরীরের…
তোমাদের সবার শরীরের।
ওকে খুশি করার জন্যে তোমাদের জন্মদিনের গান
তোমাদের প্রার্থনা… সুদিন, সুসময় আর সফল জীবনের…
ও জানে না… বোঝেনি এখনো… বুঝতে পারে না
ওর জন্মের আয়োজনে নেচেছিলো… গেয়েছিলো ভাষা
উজ্জ্বল হয়ে উঠেছিল তাবৎ সাহিত্যপ্রাণ মানুষের মুখ।
৪
ভাষা জিভে তুলে নিয়েছে একটিমাত্র ধ্বনি
ভাষা মুখে তুলে নিয়েছে এই বাংলার মাটি ছাই জল
ভাষা স্পর্শ করছে তোমাদের শরীর
আর প্রবলে বলে চলেছে… মা, মা…
ভাষার এই আবিল উচ্চারণের কাছে সব কিছু কেমন নির্বাক
তোমরাও নতুন হয়ে উঠছো
খুশী হয়ে উঠছো এই অনাবিল পরিচয়ের কাছে।
৫
এত যে খেলা ছড়িয়ে রেখে যাচ্ছো তোমার সমস্ত ঘর জুড়ে
তা তোমার নিজের কতটুকু?
অথচ সাজিয়েছিলে কত খেলার উপকরণ
সর্বক্ষণের সঙ্গী হয়ে খেলতে চেয়েছ এর সাথে… ওর সাথে
পারোনি… অবাক হয়েছি… জানতে চেয়েছি
কী এতো খেলা তোমার…
বোঝাতে পারোনি কখনো
এক খাঁটি অভিমানে পুড়তে পুড়তে
আমিও আজ তোমার আনন্দ খেলনা।