T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় দুর্গাদাস মিদ্যা

নতুনের দিল ডাক বৈশাখ

এসে গেল দহনের দিন, উষ্মক সময়
তবু ধন্য মনে হয় এই মাস আমাদের
কাছে। এই বৈশাখে তিনি এলেন যিনি
বাজালেন বাঁশি বিশ্ব মানবতার।
তাঁর হাত ধরে আমরা বিশ্বজনীন।
তীব্র সূর্যালোকে শুকনো হবে হবে জলহীন
পুষ্করিণী সব, তবু আশ্বস্ত হবো এই ভেবে
আমাদের প্রকৃতি দেবে কত রকমের ফুল
ও ফল এই বৈশাখে।
মাঝে মাঝে এসে ধরা দেবে কালবৈশাখী
ঝড়ে উড়বে ঘরের চাল উড়বে ধুলো বালি
মহাকাল দেবে করতালি নতুনের ডাকে
এই বৈশাখে।
আম কাঁঠালের গন্ধে মাতোয়ারা হবে এই
ধরণী নানা রসভারে তৃপ্ত হবে বঙ্গজননী।
এসো, এসো হে এসো বৈশাখ
বর্ষশেষের মালিণ্য যাক্ মুছে যাক্।

Spread the love

You may also like...

error: Content is protected !!