T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় কস্তুরী সেন

লোভ

সকল বিপদ আমি দোর বন্ধ করে দিয়ে ফিরে এসে বসেছি কঠিন
আর বলছি না কিছুই
কারণ এবার তো সাধনা শুরু হবে,
এবার তো ফুৎকারে ফুৎকারে উড়ে যাবে
পড়শিদের চোখে চোখে ধরা পড়া যাবতীয় ভুল
এবার তো পড়শিসম্মত হয়ে বসেছি কঠিন
মনে মনে সায় পাচ্ছি এইবার আয়ু হবে ঋদ্ধি হবে কাব্যে কাব্যে বেজে উঠবে ঢাক
আগে যা কখনও হয়নি!
সাবধান করেনি কেউ এ দোষই বা কাকে দেওয়া যায়
আমিই শুনিনি তাই ঢেউটুকু বলতে গিয়ে বারবার বলে গেছি স্নান
গাছ বললে প্রত্যেকেই জেনে গেছে আশ্চর্য বনের পথ
চুলে লেগে থাকা যত পাতাকুটো পরস্পর,
রমণীয় অগ্নিসম্ভাবনা
সকল বিপদ আমি দোর বন্ধ করে দিয়ে আজ এসে বসেছি কঠিন

আমার দুহাত সেই বিপদের ফেলে যাওয়া
ছিন্নভিন্ন জাদুর পোশাক

Spread the love

You may also like...

error: Content is protected !!