T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় পম্পা দেব

দূরের পথে

ট্রেন থেকে পাহাড় দেখছে যে মেয়ে
প্যান্ট্রিকার ভুলে গিয়ে
মন উড়ে যাচ্ছে খরস্রোতা !
স্যুটকেসে পড়ে আছে ফারের রুমাল ,
বিলিতি পারফিউম ,
এইসব পাহাড়ের পথে সার সার দরজা লেখা থাকে ,
ট্রেন আর পাহাড়ের চূড়া
খুলে দিচ্ছে চিহ্নিত গ্রন্থি সমূহ ,
দূরের স্টেশনে পৌঁছে গিয়েছে যে মন
অতীত দিনের মতো;
ঝর্ণা বিকেল নিয়ে পাহাড়ের পথে পথে
সেইসব আনন্দধারা নামে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।