|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় শ্রীপর্ণা ঘোষ

ওড়ার স্বাধীনতা 

আজকে স্বাধীনতা দিবস কিন্তু এখন আমরা স্বাধীন নই, এই করোনার জন্য। বাড়ি থেকে বেরোতে পারছি না।
আমাদের বাড়ির পাশে একটা পেয়ারা গাছে চারটে শালিখ পাখি থাকে। তাদের আজ ভারি আমোদ। সকাল থেকে চারটে মিলে চেঁচামিচি করছে। আমি রোজ ওদের মুড়ি খেতে দিই। আজ ওরা মুড়িগুলো খাচ্ছেনা, মুখে করে তাদের বাসায় নিয়ে গিয়ে জমাচ্ছে। আজ যেন সবার মধ্যে ভারি ব্যস্ততা। যেন ওদের কী জরুরি কাজ আছে। দেখি ওরা এখান ওখান থেকে অনেক খাবার জোগাড় করেছে। ওরা একটা ছোট্টো পতাকা বানিয়েছে। সবুজ রঙের পাতা, সাদা রঙের পাখির পালক আর কমলা রঙের ফুলের পাপড়ি দিয়ে। মাঝখানে নীল রঙের ফুটকি। ঠিক যেন আমাদের জাতীয় পতাকার মতো। তারপর এক একটা পাখি সামনে আসছে। কী যে কিচির মিচির করে বলে যাচ্ছে। ঠিক যেন স্পিচ দেওয়ার মতো।
চারটে পাখি স্পিচ দেওয়ার পর তাদের জড়ো করা খাবার খেয়ে এক সাথে গান বেঁধে খোলা আকাশে উড়ছে। আজ মনে হয় ওদেরও স্বাধীনতা দিবস।
তখন মা আমার দিকে এগিয়ে এল একটা খুব খুশির খবর নিয়ে। টিভিতে ঘোষনা হয়েছে, আজ থেকে আমাদের দেশে কোনো পাখিকে কেউ ধরে রাখতে পারবে না। এমন কি চিড়িয়াখানার পাখিদেরও ছেড়ে দিতে হবে। আমি আকাশের দিকে তাকালাম, দেখলাম গোটা আকাশ রঙবেরঙের পাখিতে ভরে গেছে।
Spread the love

You may also like...

error: Content is protected !!