T3 || Valentine’s Day Special || সংখ্যায় শর্মিলা ঘোষ

প্রেমের উল্কি
হদয়ের কোলাজ নতুন উল্কি এঁকে দেয় বাম অলিন্দে
সোনাঝুরি কবিতারা সামিয়ানা খাটায় মনের বসত বাড়িতে,
আমার প্রেমের ভেতর জেগে থাকে নোনা ধরা নদী,
প্রেমের দেবতা কিউপিড ছুঁয়ে দেয় আনকোরা মন;
রক্তিম সূর্যের মতো ছড়িয়ে যায় ভালোবাসার লালিমা,
প্রেম তুমি জেগে থাকো বাউল গানের মতোন গোঁসাইয়ের কন্ঠি জুড়ে……..
উৎসর্গীকৃত বিশ্বাস ব্রহ্মকমল ফোটাক ঠোঁটের আলপনায়,
জীবন খুব স্বল্প ও কঠিন,
ভালোবাসার যুগল গান গেয়ে আলোতে ফেরা প্রতি মূহুর্তে
হাতের পরশে স্নিগ্ধতা খেলে যায় প্রতিটা রোমকূপে ,
আরো প্রেম আরো ভরসা আসুক প্রাণে
ভালোবাসার দিন যাপন হোক আকূল মননে।