কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

আয়ুর নৌকা
একটা বৃত্তের মধ্যে কিছু কর্ম মর্মে উদযাপন, এরই নাম জীবন,
যে জীবনে রাগ অভিমান দুঃখ স্রোতের মতো এগিয়ে যায়,
যে জীবনে ব্রতকথা পাঠ ব্যতীত সবটাই দাসত্বের শৃঙ্খল,
কস্তুরী মৃগের সুবাস বেরোনো সংসারের অন্তরালে কঙ্কালসার বিশ্বাস
একটা জীবনের বুননে হরেক রঙের সুতো,
হরবোলার মতো নিত্য গান গাওয়া, নিত্য রঙ ছোঁয়া,
বাণিজ্যিক যাপনে হাত পেতে আয়ুর নৌকা বাওয়া
এভাবেই সময় মিশে যায় কাঞ্চনজঙ্ঘার সফেদ তুফানে;
জীবন চোখের পলকের মতো সেকেন্ডে পরিবর্তন করে দিক,
আসলে নিত্য যাপন আলো ও অন্ধকার ,গোধূলির মিলমিশ।