কবিতায় বলরুমে শ্রাবণী গুপ্ত

সম্মতি

বসেছ টেবিল জুড়ে!
হেঁটে হেঁটে বেড়িয়েছ মেলা!
এখন তিনটি মাথা এক হয়ে বসে
কী দারুণ সাজিয়েছ খেলা।

বলেছ করুণ সুরে:
তুমি থাকলে জমে যেত, বেলা—
তবুও গড়িয়ে যায়…

সমস্ত রাত্রির বুকে
লেখা হয় ক্ষত

ডাকলে যেতেই পারি—
এতখানি আজও সম্মত।

Spread the love

You may also like...

error: Content is protected !!