রবীন্দ্র জয়ন্তী স্পেশাল – এ সন্দীপ গাঙ্গুলী

আরাধনা
এক ফালি স্বপ্নের আস্বাদনে ঘুম ভেঙে যায়
দেখি রাতটা হারিয়ে গেছে সূর্যের আঙিনায় ,
আমি চোখ মেললাম নব আনন্দের আশ্বাসে..
আজ পঁচিশে বৈশাখ
তোমাকে অভিবাদন করতে আকাশ সেজেছে মেঘ রোদ্দুরের কোলাজে
কত গান,কবিতা সব আজ তোমার স্মরণে।
তোমার সৃষ্টির অবগাহন স্রোতে নিজেকে ভাসিয়ে
দীর্ঘ জীবন পথে ভ্রমণ,
তোমাকে আবিষ্কারের ইচ্ছেটা মরেনি আমার আজও
ধীরে ধীরে সব আলো নিভে যাবে,সব রং মিলিয়ে যাবে দিগন্তরেখায়
আমি হারিয়ে যাব তোমার চিরনবীন পদক্ষেপে..
একি লাবন্য পূর্ণ প্রাণের অন্বেষণে।