মার্গে অনন্য সম্মান শিপ্রা দে (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪১
বিষয় – কনকাঞ্জলি / কালবৈশাখী
কনকাঞ্জলী
বেশ তো ছিলি আমার কাছে কেন হলি পর?
বদল হোলো তোর পদবি,বদলে গেল ঘর,
বাবার ঘরে করে আড়ি ,
আপন করলি শ্বশুর বাড়ি,
এক নিমেষে বদলে গেলি
নতুন করে জীবন পেলি।
সারাদিন তোর গায়ের গন্ধ খুঁজে বেড়াই আমি
জাপটে রাখি সেসব গুলো তোর ছিল যা দামী।
আমার কোলে প্রথম যেদিন আলো দেখেছিলি
আমায় যেদিন প্রথম তুই মা ডেকেছিলি।
সেদিন আমার নারী জন্ম পূর্ণ করেছিলি।
আদর করে নিলাম কোলে ভরিয়ে দিলি ভুবন
তোর জন্য তো ফিরে পেলাম আবার নতুন জীবন।
টলমল পায়ে যখন হাঁটতে শিখলি তুই
গাল ভরা তোর হাসি ছিল যেন ছোট্ট জুঁই।
বুলি যখন শিখলি আবার তোতা পাখির মতো
আমার কাছে হাজার,হাজার প্রশ্ন তোর হতো।
শরীর তোর খারাপ হলে জড়িয়ে রাতে ঘুম
সারাদিন গায়ে ঘেঁষে আমায় দিতিস চুম।
এখন আমায় একা করে গেলি কতদূরে!
কে এখন সারাদিন গল্প বলবে মোরে!
এক চুটকি সিন্দুর কি বদলে দিল তোকে!
কনকাঞ্জলী দিয়ে তুই মেটালি মায়ের ঋণ
এ ঋণ তো শোধ হয়না এ যে অন্তহীন!
থাক না যতো রীতি নীতি ভেঙ্গে ফেলরে আজ
নিয়ম খালি মেয়ের বেলা এটা কেমন কাজ!
আর যেন না কখনো কেউ দেয় না কনকাঞ্জলি
তার থেকে দিও মায়ের পায়ে একমুঠো ফুল অঞ্জলি।