T3 || ঘুড়ি || সংখ্যায় সায়ন্তন ধর

ঘুড়ি
প্রতিটি ঘুড়িতে একটা স্বপ্ন থাকে
সেই স্বপ্ন ভেসে বেড়ায়
শরতের নীল আকাশে,
ফুরফুরে বাতাসে সঠিক দিশা পায়,
লাল, নীল, সবুজ, হলুদ স্বপ্নরা উড়তে থাকে…
কখনো একলা, কখনও বা দলবলে
কখনো যুযুধান দুই পক্ষে মাঞ্জার লড়াই
পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা আর উল্লাসের সাথে ভো-কাট্টা।
বাতাসের টানে বাধাহীন উড়ে চলা
আবার তারই খামখেয়ালিপনায়
স্বপ্নের অপমৃত্যু।