|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সঞ্চিতা দে
by
·
Published
· Updated
শুধু তোকে চাই
ওটা আমি নেব, তুই নিবি না ! না ! আমি নেব দেখি তুই কি করিস!
দুই-এক কথায় শুরু হলো মারামারি একই বস্তিতে থাকা দুই বন্ধু টুকাই আর
পিকলুর মধ্যে।মারামারির কারণ ছিল রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দেওয়া এঁটো খাবার নিয়ে।
আমাকে দে পিকলু,অনেকদিন পেট ভরে ভাত খাইনি রে,
ও আমি বুঝি খেয়েছি অনেক মন্দামিঠাই!
বলেই ভীষণ রেগে সজোরে এক ঘুষি দিয়ে বসলো টুকাইয়ের বুকে পিকলু।সাথেসাথেই অজ্ঞান হয়ে পড়ে গেলো টুকাই । পিকলু বন্ধুকে ওঠানোর অনেক চেষ্টা করতে লাগলো কিন্তু টুকাই কোনো সাড়া দিলোনা দেখে পিকলু ভীষণ ভয় পেয়ে কান্না করে বলতে লাগলো,আমি এই এঁটো খাবারের একটুও নেব না,আমার খিদে পেলেও নেব না,তুই দেখিস!শুধু তুই চোখ খোল বন্ধু!আমি শুধু তোকে চাই,খাবার নয়।
বলেই পিকলু বন্ধুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে বলতে লাগলো,আমি একি করলাম!