কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

হালকা বৃষ্টির আবহে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও গরম কমেনি সেভাবে। তাই এই গরমের আবহে যদি নিজেকে রাখতে চাও ট্রেন্ডি তাহলে দেখে নাও আজকের পর্বে কী কী থাকলো…
#১
গরমে একটু ঢিলেঢালা পোশাক পরো তাহলে গায়ে হাওয়া লাগার সাথে সাথে বেশ দেখাবে তোমাকে। যেমন সর্ট কাফতান কুর্তির সাথে পরো স্কার্ট প্লাজো।
রং বেছে নাও সাদা ঘেঁসা।
হালকা মেকাপ, সাথে পনিটেল। তুমিই ট্রেন্ডে।
#২
এই গরমে রয়েছে হাজার একটা অনুষ্ঠান। আর বাঙালির অনুষ্ঠান মানেই শাড়ি। শাড়ি পরো স্লিভলেস বা হাকোভা ব্লাউজ দিয়ে। রং হোক গোলাপি বা আকাশি, হালকা লাল বা হলুদ ছোপানো।
শাড়ির মধ্যে লিনোন, জামদানী বা যে কোনো খাদি পরতে পারো। এই গরমে বেশ হালকা সাজ আর মানামসই বড়ো জুয়েলারি।
ছোট্ট টিপ বা বাহারি খোঁপা করো চুলে। ব্যাস। তুমিও অনন্যা।
#৩
লং ফ্রক এবং মিডি এখন ট্রেন্ডে রয়েছে তাই হালকা সুতি বা রেয়নের লং ফ্রক বা মিডি হতেই পারে বিশেষ পার্টিওয়্যার বা বিশেষ ক্ষনের সঙ্গী। সাথে হালকা মেকাওভার করতে ভুলো না।
#৪
এখন বাহারি ফ্রক বা নি লেন্থ টপ পাওয়া যায় বাজারে। পছন্দ মতো একটা পরে নাও আর চুল বাঁধো দুটো সাইড বান করে। গরমে কম্ফোর্টের সাথে ফ্যাসানও হবে চুটিয়ে।
#৫
গরমে ট্রাই করতে পারো চুরিদার বা সালোয়ার প্যান্টও।
পছন্দের টপের সাথে সালোয়ার প্যান্ট পরে নাও, সাথে সাইড পার্টিং করে ওড়না আর জাঙ্ক জুয়েলারি৷ দেখবে তুমিই হয়ে উঠেছো সমারোহের মধ্যমনি।
আজ এই থাক। আগামী দিনে থাকছে আরও চমক।