কয়েকটা মাটির পুতুলে রং করে পসরা সাজিয়েছে পূর্ণিমা। চন্দ্রনাথ ভৈরব আবার বাসি জিনিস পছন্দ করেন না তাই টাটকা সতেজ রক্তে সেজেছে ও। ম্লান হওয়া চন্দন রঙের জবার মালা দিয়েছে খোঁপায় আর রক্তকরবী গেঁথেছে গলায়। এ বেস ভৈরবের পছন্দ। কালচে দাঁতের ফাঁক থেকে বলে “তুমি তো মেঘনামার রানী”… তবে ইরানী উত্তরীয়টা আজ খুলে রেখেছে চাঁদ।কেমন যেন গাঢ় হলুদ হয়ে আসছে আকাশ টা। না এভাবে আর নয়, অনেক তো হলো খেলা। খেলা – খেলতে খেলতে শেষ হয়ে আসে রাত ; তুমি সার্টিফায়েড নারী। যদি বলো কেন? বলবো – তুমি রাতকে ছোটো করেছো, রন্ধ্রে রন্ধ্রে মাখিয়ে দিয়েছো আপন পরের নিকেশ করা নালা, তুমি নদী হয়েছো আর আমাকে দিয়েছো পুরুষত্বের বিশ্বাস।
তুমি নারী হয়েছো প্রকৃতি আর আমি হয়েছি মায়ামোহের রক্ষিত পুরুষ।