সবর্না চট্টোপাধ্যায়ের কবিতা by TechTouchTalk Admin · Published August 24, 2019 · Updated June 3, 2022 মাটিগ্রামের রাস্তা দিয়ে ছুটছে ধুলোহাত ধরাধরি। অন্ধকার নামে শিকারীর মতোঝুপ করে মাছ তুলে নেয় মাছরাঙা। চেরিফলে ভরেছে বসন্ত ঋতু।এখানে ফোটে না পলাশ। চারদিকে শুধুঅচেনা কোলাহল…পথ কেটে দেয় অজানা বেড়ালদাঁড়িয়ে থাকি আগন্তুক।যদি দরজা খুলে বেরিয়ে আসে গলানোকাফতানের ভেতর মাটির মুখ! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 প্রবন্ধে হীরক বন্দ্যোপাধ্যায় December 10, 2019 by TechTouchTalk Admin · Published December 10, 2019