মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩২
বিষয় – ভো কাট্টা
সিঁধেল চোর
কখন যেন ভো কাট্টা হয়ে যায় সিঁধেল চোরের ভূমিকা,
হঠাৎই বেপাত্তা হয়, নাম পরিচয়ের অহমিকা।
সুতো কাটে অনুরাগ, আদর্শ, ভালোবাসা, শ্রদ্ধার ফানুসের,
ধরা দেয় ছবির আড়ালের এক অবয়ব, কদর্য মানুষের।
সমাজ, সংসার, সাহিত্য জগতে আজ এঁদেরই বেসাতি,
মুখোশ খুললে দেখা যায় যেন লালসারই এক প্রতিকৃতি।
রঙিন মোড়কে সাজিয়ে হাজারো মানবতার প্রদর্শন,
রাত নামলেই চেনা যায় ভোল বদলের কতোই পণ্ডশ্রম!
রঙিন ঘুড়ির এই কাঁচের মাঞ্জায় কত- শত বলি যায়,
পাততাড়ি গোটানোর আগে এই নরখাদকদের চেনা দায়!
সত্যের নির্মল আকাশে এই ঘুড়িরা হয় সদাই ভো কাট্টা,
আবার কোনো রাতের মজলিসে জমায় নতুন মৌরসিপাট্টা।
এ এক যাযাবর শ্রেণী, বদলায় ভেক, বদলায় বাসস্থান,
এই বহুরূপী সম্প্রদায়েই আজ ছেয়েছে জগতের সকল স্থান।
যারা এসে অহরহ, আজ তোমারই দুয়ারে জোটে,
ভিক্ষার ঝুলি হাতে, তোমারই সর্বস্ব লোটে!
এদের পাতা ফাঁদে পড়লে ধরা তুমিও ভো কাট্টা হবে,
প্রথম সাক্ষাতেই তাই কাটো জাল, সত্যাসত্যের অনুভবে।।