ক্যাফে কাব্যে সত্যব্রত চক্রবর্তী

নৈঃশব্দের কারিগর

অনেক সময় বাকী, তাড়াহুড়া নেই –
আপনিই আশ্বস্ত করেছিলেন।
হোক না দেরী পথে, চেয়ে দেখে চলি
কুড়োই খড়কুটো, মণি মানিক ফেলি।
আপনি ঠিক ফাঁকি দিয়ে চলে গেলেন।
আদুর গায়ে লাগে হিমেল পরশ, একটু ভেজা
কান্নার চেয়ে তীব্র অনুভূতি, খোঁনা গলায় বেরোয় কি সুর?
আশার সূর্যির ঘুম ভাঙ্গে, সন্নিকটে ভোর।
তবুও আপনি কাউকে রেয়াত করেন নি।
বললেই যাবো কেনো? হোক না সময় –
তবুও চলে গেলেন –
জীবন রসের অনাস্বাদিত, উপুড় করা ভান্ড,
এখনো স্বপনে চাঁদ আসে, অমাবস্যা রাতে।
অথচ, আপনিই চলে গেলেন নিঃশব্দে, হাসিমুখে —
জগতকে কাঁদিয়ে।
করোনার এই বিষম সময়ে….
Spread the love

You may also like...

error: Content is protected !!