কবিতায় রুমা চ্যাটার্জি

বাড়ী

জানো , প্রত্যেকেরই একটা নিজের বাড়ি থাকে, এক্কেবারে নিজের….
যেখানে সূর্য ওঠে,  আবার অস্তও যায়।
অধীর আগ্রহে কেউ অপেক্ষায় থাকে,
ভালোবাসা মোড়কে ভাগ করে নেয় –
দুমুঠো খাবার,
ইচ্ছা গুলোকে বিসর্জন দেয় বাড়িটাকে বড় করার জন্য…..
রং বেরঙের আলপনায় সাজিয়ে নেয়-
ছাদের কার্নিশ থেকে ঘরের প্রতিটা কোনা।
একটার পর একটা ভালোবাসা দিয়ে
তৈরী করে জীবনের সেতু-
তারপর….তারপর হারিয়ে ফেলে নিজেকে।
আমার আমি খুঁজে বেড়ায় আনাচে কানাচে-
মেলে না তো… ছাই চাপা অভিমানে….
বুকচাতালে দাপিয়ে বেড়ায় সেই ছোট্ট বাড়িটা।
কবে যে কোথায় তার বীজটা পড়েছিল….. !
জানো, প্রত্যেকেরই একটা গোপন ঘর থাকে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।