কত শত বন্ধনে বাঁধা পড়ে মন
জীবনের অনন্ত যাত্রায়,
কোনোটা হয় খাঁটি, সুদৃঢ়,
কোনোটা বা চলতে গিয়ে পথে হোঁচট খায়।
কেউ বা থাকে স্নেহের বশে
আজীবন হৃদয় জুড়ে,
কেউ বা নিজ প্রেম বন্ধনে
জীবন দেয় ভরে।
তারই মাঝে আছে প্রতারকও
নানা সম্পর্কের ছদ্মবেশে,
মায়াজালের সে অমোঘ বন্ধন
বড়োই সর্বনেশে।
আছে কিছু নাড়ির বন্ধন
অটুট সম্পর্কের তারে,
তেমনই মা সন্তানের আজন্ম বন্ধন
কভু রয়না বিস্মৃতির ওপারে।
স্বার্থের এই দুনিয়ায় নিঃস্বার্থ হয়
বন্ধুত্বের আত্মার বন্ধন,
সুখে দুখে মিলেমিশে রয়
সদাই এই বন্ধনে মন।
এমনই হাজারো বন্ধনে
গড়া এই পৃথিবী,
যেন রামধনুর সাত রঙে
জীবন আঁকে জলছবি।।