T3 || ঘুড়ি || সংখ্যায় স্বপন গায়েন

ঘুড়ি

 

 

স্বপ্নের ঘুড়িটা কেটে গেছে
বুঝে ওঠবার আগেই –
লাটাইয়ের শেষ সুতোটুকু
কখন শেষ হয়েছে
কখন যেন …

 

বেপরোয়া মাতাল হাওয়ায়
স্বপ্নের সলিল সমাধি –
ধীরে ধীরে মিলিয়ে গেছে
আমার স্বপ্নের ঘুড়ি

 

সুতোহীন শূন্য লাটাই
সেই ছোটোবেলায় –
স্বপ্নগুলো ছোটাছুটি করতো
বেপরোয়া ঘুড়িটার মতো…

 

এখন আমি এক
স্বপ্নহীন পুরুষ
শুধুই বেঁচে থাকা
দিন-মাস-বছর পেরিয়ে যায়…

 

আকাশে আজও ঘুড়ি ওড়ে
আমার আর কখনো
ঘুড়ি ওড়ানো হয়নি
স্বপ্ন গুলো ভোঁ-কাট্টা হয়েছে
সূর্য ডোবার আগেই …

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।