কবিতায় শরৎ চট্টোপাধ্যায়

মন পলাশের আগুন ঝাঁপি
তলিয়ে যাওয়ার আগুন চিনি,বসন্তে।
বাতাস লিখে রাখে, পোড়াও।
সাহসি পাতা বলে, হাত রঙিন করে নাও।
অতীতের হিসেব খাতায়, পলাশ।
চমৎকার সিকি আধুলির দিন, অভাব।
চামচে চামচে ফুল বেটে খাই, স্বভাব।
সুসেদ্ধ চাঁদ গায়ে মাখি, অভ্যাস।
পলাশ ডেকে আনি কুটিরে, ঘুমাই।
ক্ষমতায় ক্ষমতায় মাংস গন্ধ ওড়ে, সমর্থনে করতালি।
গন্ধ নেই এমন বসন্তে,রঙ দে বাসন্তি।