প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী)

অশনি সংকেত

এই বঙ্গ থেকেই বিশ্বাস এখন হারিয়ে যাচ্ছে দিন দিন,
প্রতিটি মানুষের মনুষ্যত্বও হচ্ছে ক্ষীণ থেকে ক্ষীণ।
সৎ সততা সত্যাগ্রাহ বানের জলেই যাচ্ছে এখন ভেসে,
মিথ্যের প্রলেপে চলছে মানুষ,ঐতিহ্যের এই বঙ্গদেশে।

যে দিকেই তাকাই দেখছি মিথ্যের কুয়াশায় ঘেরা,
প্রবঞ্চক,মিথ্যুক,বিশ্বাস ঘাতকরাই আজ বঙ্গের সেরা।
রাজ রাজা,রাজ রাণী,আমজনতা নাই বাকি কেউ,
বঙ্গ জুড়ে বিশ্বাসঘাতকতা,মিথ্যের উঠছে বিশাল ঢেউ।

এই সব মানব সভ্যতার অশনি সংকেত মহা ধ্বংসের,
গীতা,কোরআন,বেদের বাণী ফলে যাচ্ছে মহা মানবের।
ভরা নদী-খাল,নাই ভরা কোটাল,শালুক ফুল নাই বিলে,
প্রকৃতিও পাল্লা দিয়ে বিমূখ মহাপ্রলয়ে নিচ্ছে সব গিলে।

সব কিছুই এখন দেখছি বিপরীতমুখী বঙ্গ সভ্যতার,
বিকৃত মস্তিষ্ক,কুরুচি,কুভাবনা,মূল্যই নাই সততার?
মানির নাই মান,সমাজে নাই স্থান,পাচ্ছেনা ফুল মালা,
জ্ঞানীরাও ভয়ভীতি হয়ে বন্ধ করছে মুখে কথা বলা।

আরো কতো দুরবস্থা ধেয়ে আসবে ভবিষ্যতে বঙ্গে,
পঙ্গপালের মতো খেয়ে নেবে বঙ্গকে রঙ্গ বেরঙ্গে।
উপরে মধুরচাক,ভিতরটা বঙ্গের শুধু খালি খোলস,
সত্য মিথ্যার প্রলেপে,কফের জোরেই করছে ফোঁস।

ধস নেমেছে সভ্যতার বিশ্বাস হারিয়ে যাচ্ছে দৃঢ়তার,
মিথ্যের উঠছে ফোয়ারা,দিকে দিকে শুধুই চাটুকার।
সইয়ে নিতে হচ্ছে সকল ব্যথা-বেদনা যান্ত্রিকের মত,
বিবেক বুদ্ধি এখন বঙ্গ জনতার হচ্ছে ক্ষত বিক্ষত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।