কবিতায় শ্রীজিতা চক্রবর্তী

হদিস

শীতের দুপুর, “লেপের আদর”
ভুটিয়াদের বেসাতি;
লুকিয়ে চড়া সাইকেল, আর
খুশির চডুইভাতি…
গামছা মোড়া লম্বা বেনী,
শুকিয়ে নিতে মিঠে নরম রোদ;
নদীর পাড়ের চাতাল জুড়ে
বিছিয়ে থাকা আমোদ।
লুডো খেলার বেজোড় দানে,
ছাতিম গাছের পাখির গানে;
কাটতো সময় কিশোরী বেলায়
সহজ ছন্দে যখন;
মনের হদিস দিয়েছিল কি
শীতের দুপুর তখন?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।