সম্পাদকীয়

 

শীতটা যাই যাই করে চলেই গেল। দুদিন বঙ্গবাসীর শীত বিলাস তারপরই শুকনো পাতা, ঝরা ফুলের খেলা । ফোটা ফুলের মেলা আসতে এখনো কয়েক সপ্তাহ দেরি । তবে মনে বসন্ত হাজির । এইবার ইস্কুলে ইস্কুলে নেমন্তন্নর পালা । পলাশ, মাদার, অশোক সমস্ত রঙের ঝোরা ঢেলে দেবে নতুন যৌবনের দুতেদের অস্তিত্বে । এসে গেল পাট ভাঙা সাদা পায়জামা পাঞ্জাবী, হলুদ শাড়ী, পলাশের মালা, শ্যাম্পু করা চুলে ওই যে পথভোলা পথিকদের দিন । এই নবীন পান্থদের জন্য নিভৃতবাসিনী বীণাপাণি আজ দেখলাম ভ্যানে চেপে পড়েছেন । এবার নবীন পান্থরা বইখাতা জমা দেবেন মায়ের পায়ে নাকি মোবাইল সেইটাই ভাববার বিষয় ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।