কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায় 

যাত্রী

নেই মানে , অনেক দিনই নেই
একতারা বেজে যায় একা একা
ফিরে যায় বেদান্তবাউল ۔۔
মধুর তোমার শেষ নেই
একা একা পেলে বৃন্দাবনে ?
ঘর বাড়ি হারানো স্বজন !
নেই মানে, অনেক দিনই নেই
বাজে বাঁশি  : ভাঙা বৃন্দাবন I
Spread the love

You may also like...

error: Content is protected !!