ভ্রমণ সিরিজে শতদ্রু ঋক সেন – ৩৮

ফেরা

হরিদ্বার ছাড়িয়ে বেশ কিছুটা শান্তিতে যাওয়া হলো। তবে আমাদের সারথি কে আমার বিশেষ পছন্দ হয়নি। আগে যা ট্যুর করেছি সব খানেই গাড়ি চলা মাত্র সারথির সাথে আড্ডা জমিয়ে ফেলতাম, দীপক দেখলাম বেশ গম্ভীর। আর মাঝে মাঝেই ভুরু কুঁচকে আছেন। গাড়ি চালানোর সময় কিছু বললেন না ঠিক, তবে খানিক পরে চা খেতে নেমে সটান আমাদের পুরো ট্যুর প্ল্যান জানতে চাইলেন।
তিনধাম ও গোমুখের প্ল্যান করেছিলেন আমার পিশেমশাই। হরিদ্বার থেকে সোজা গঙ্গোত্রী, পরের দিন আ্যক্লেমেটাইজেশন, তারপর দিন গোমুখ যাত্রা। সেই রাত ভুজবাসা তে কাটিয়ে পরদিন ভোরে গোমুখ দর্শন সেরে সিধা গঙ্গোত্রী নেমে রাত্রি যাপন। পরদিন সোজা গৌরীকুন্ড। শুনে দীপকের মুখ ভার। বারবার বলতে শুরু করলেন আমাদের প্ল্যান ভুল। একদিনে গঙ্গোত্রী থেকে গৌরীকুন্ড সম্ভব নয়। এটি অবশ্য কিছু লেখা পড়ে আমারও মনে হয়েছিল, বলেওছিলাম, তবে যথারীতি গুরুত্ব পাইনি ( সেই ট্র্যাডিশন সমানে চলছে)। যাই হোক, গাড়ি তে উঠে সবাই চিন্তিত, উত্তরকাশী তে লান্চ করার সময় একটি গোলটেবিল বৈঠক বসানো হলো। এদিক সেদিক আলোচনা করে ঠিক হলো আমরা গোমুখ থেকে যেদিন নামবো, সেদিন শরীর ঠিক থাকলে আমরা উত্তর কাশী এসে স্টে করবো। গঙ্গোত্রীর বুকিং এর পয়সা যাবে যাক। এটি শোনার পর দীপকের ভুরু কুঁচকানো খানিকটা কমলো। তবে আবার শুরু হলো যখন পিশেমশাই আমার বাবাকে বললেন যে দাদা এই ড্রাইভার কিন্তু গোটা ট্রীপ জ্বালিয়ে মারবে। কথা হচ্ছে আমরা ভেবেছিলাম যে দীপক বাংলা বোঝে না, কিন্তু সেটা যে কত বড়ো মিস কন্সেপ্ট সেটা পরে বোঝা গেছিলো।
উত্তর কাশী ছাড়িয়ে এগিয়ে চললো আমাদের গাড়ি। একের পর এক অসাধারণ চোখ ঝলসানো জায়গা, গঙ্গোরী, ভাটেরি, মানেরি। ক্রমশ এসে পড়লো হরসিল, যার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। জানলাম এখানেই সেই ক্লাসিক রাম তেরী গঙ্গা মৈলীর শুটিং হয়েছিল। হরসিল পেরিয়ে আরো খানিকটা গিয়ে গঙ্গোত্রী পৌঁছলাম। দীপক স্ট্যান্ডে আমাদের নামিয়ে বলে গেলেন তিনি তিন কিলোমিটার নীচে একটি জায়গায় থাকবেন, আমরা যদি গোমুখ থেকে ফিরে সেদিন উত্তরকাশী ফিরি, তাহলে কোনো ড্রাইভারকে বলে দিলেই সে তাঁকে খবর দিয়ে দেবে। ওখানে সবাই সবাইকে চেনে। অগত্যা, আমরা মালপত্র নিয়ে ব্রিজ পেরিয়ে ওপারে গেলাম। বিড়লা অতিথিবাসে আগে থেকেই বুকিং ছিলো। তাড়াতাড়ি পরিস্কার হয়ে ডাল রুটি খেয়ে কম্বলের তলায় আশ্রয়। সারাদিন জার্নির ধকলে ঘুম আসতে দেরী হলো না।
Spread the love

You may also like...

error: Content is protected !!