• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩৪
বিষয় – আধুনিক প্রেম/ ভালোবাসার পরিভাষা

প্রেমের গরিমায় সেকাল ও একাল

সেকালের প্রেম ছিল এক মিষ্টি সুরেলা গান,
একালের প্রেম মানে শরীরি বাসনার উপাখ্যান।
না বলা কথারা আঁকতো আল্পনা নয়নের দৃষ্টিতে,
আজ শুধুই কামনা কথা কয়, প্রেমের সৃষ্টিতে।
একটি গোলাপ বার্তা বইতো দুটি হৃদয়ের,
আজ অজস্র উপঢৌকনে কটূবাস শুধু অর্থের।
মাটির ভাঁড়ে চায়ের আমেজ উষ্ণতা ছড়াতো হৃদ্যতার,
তারই মাঝে অব্যক্ত প্রেম রাখতো তার সম্ভার।
আজ ঝাঁ চকচকে রেস্তোরায় কড়ি গুণতে প্রাণ ওষ্ঠাগত,
দেদার আলোর রোশনাইতেও প্রেম আজ পথ হারিয়ে দিগভ্রান্ত।
সেকালে মনের কথারা সুবাস ছড়াতো চিঠির আদান-প্রদানে,
আজকের প্রেম মাধুর্য্য হারায়,আবডালহীন অতি কথনে।
দূরত্ব, অপেক্ষা, প্রহর গোণায়, মিশে ছিল মনের আকুতি- আবেগ,
আজ সর্বক্ষণ যোগাযোগে আবেগ হারায়,বাড়ে মনের দূরত্ব, জমা হয় ক্ষেদ।
মনের আঙিনাই ছিল সেকালের প্রেমের বাসরঘর,
আধুনিকতার উন্মত্ততায় আজ প্রেম হারায় তার মনের ঘর।
উৎসব-পালা-পার্বণে চোরা চাউনিতে, উষ্ণ হাতের স্পর্শে,
প্রেম ছুঁত মনের অলিন্দ, ছড়াতো অনুরাগের আবীর,
অজানা আনন্দে-হর্ষে
হৃদয় বিনিময়েই লেখা হতো, সকল প্রেমের মর্মগাথা,
ভালোবাসাই সেথা ছিল প্রাণবন্ত, প্রেম ছিল যেন রূপকথা।
কামনা-বাসনা-যৌনতায় আজ প্রেম তার ভাষা হারায়,
হৃদ্যতা তাই সেথা বর্ণহীন, ভালোবাসা আজ মৃতপ্রায়।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।