কবিতায় শর্মিষ্ঠা ঘোষ

খেলতে খেলতে

ধর , এভাবে বলতে আমার ভালো লাগছে না
যেভাবে তুমি ঠিক করে দিচ্ছ কথাদের লাইন লেন্থ
আমি তো বাউন্সার দিতে চাই , চাই তুমি চোখ সোজা খেলবে
দরকারে হুক করে বাউন্ডারির বাইরে ফেলবে আমার মত
ডিপ ফাইনলেগে ক্যাচ তুলেই মুখ হাঁড়ি করে ফেলছ ?
আরে গুরু , খেলাধুলো এত কী গায়ে মাখলে চলে !
দিন শেষে স্কোর হিসেব করতে গিয়ে চমৎকৃত হচ্ছি
যতবার মতানৈক্য হয়েছে ততবার আদরে শেষ হয়েছে ম্যাচ
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।