রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

রাই এখনো ভালবাসি
দোকান
রাইয়ের বিরহে পাতা ঝরা গাছ সবুজ পাতায়-ফুলে ঢেকে ফেলেছে শোক,
এই বসন্তে বাতাসে বয়ে বেড়ানো সব প্রেম আমাদের হোক এই কথাটা একটু একটু করে হারিয়ে গিয়ে পলাশগুলো কেমন বিবর্ণ হয়ে গেছে।
সেই প্রথম দিন,নতুন পাতার মতো তুমি হয়তো, এসে দাঁড়ালে দরজায়
নতুন করে শেখালে, কিভাবে ভালোবাসা রং বদলায়।
হয়তো সে নয়,হয়তো তুমি, ভালোবাসা তবু থাকে একই।
পুরাতন আয়নায় নতুন প্রেমের রশ্মি, অপলোকে দেখি।
যা চেয়েছিলে তার চেয়ে বহুগুণ হয়ে গিয়েছে পাওয়া
বসন্তে রাঙালে তুমি, আর তোমার ফাগুন হাওয়া।
এ ফাগুনের আগুনে তোমার ডাকের চিঠি এসেছে ভেসে
এখন অপেক্ষার অলসগুলো
ক্রমাগত নিঃসঙ্গতার অন্ধকারে থেকে অন্ধকার হয়ে যায়
বহু স্রোতের সাথে লড়াই করে, এখন তোমার তীরে ঠাঁই শেষে
অচেনা দোয়েল ঘুড়ে বেড়ায়
নিজের আস্তানার দিকে ভেসে।
হয়তো বিধাতা চেয়েছিলো আমাকে, এভাবে চমকে দিতে
হয়তো সে চেয়েছিলো, আমাকে রাখতে তোমার পৃথিবীতে।
একটা টলোমলো শিশিরবিন্দুর মতো সুর
একটি মন অন্ধকারে মিটিমিটি মধ্যে উজ্জ্বলতাকে
তাড়া করে।
এখন মন কান্না চাইছে,
কেনো বলতো ?
যখন বসন্ত আসছে
নাকি শীত আবার আসতে চায়
তুষারমানব হয়ে স্লেডস এ ফিরে আসা।
আমার আকাশ তোমার জন্য অবারিত, তুমি ক্লান্ত হবে কিনা জানি না।
আমাদের মাঝে এখন তো ভালোবাসার কুঁড়ি জন্ম নিয়েছে
আকাশ নীল, ফুল ফুটেছে বনে
পরিযায়ী পাখিরা আবার ফিরে আসে
এখন তো বসন্তের প্রথম দিন
ভালোবাসার টানে, ফিরে এসো বারবার অভিমানী!
শেকল সে আমার জন্য নয়,তবুও তোমার ডাকে ফিরে আসি।
ভুলে ছিলাম প্রেম, ভাঙা ইটের পাঁজরে ক্ষয়ে যাওয়ার মাটির মতো,তবুও কেন যেন বলে ফেলি আমি রাই কে ভালোবাসি।
ভালোবাসি,ভালোবাসি, ভালোবাসবো এভাবে প্রতিদিন।
তুমি থেকো এরকম,প্রেমময় বসন্তের মতো চিররঙিন।
খুব সুন্দর