সাতে পাঁচে কবিতায় সন্দীপ ভট্টাচার্য

যদি….

প্রথম ফোঁটার সিঁদুরে মেঘ
ঘর পোড়া অন্তগহীনে বাদুলে ময়ূরাক্ষী
নীরব ঝর্নার গান পাহাড় কি মনে রাখে?
যদি রাখে তবে বুঁদের মূল্য অন্তহীন
প্রেমজ সফরে জলজ সাদা ফুলের গন্ধ
কবিতা কবরে নিকোটিন গন্ধে হরিবোল
যদি ঠোঁটের প্রথম ঘাম মিশে যায় ফুলশয্যায়
তবে সে বিপ্লব দীর্ঘজীবি হোক
আপাত নিরীহ রাত্রে নীল বেদনা
চিনচিনে ব্যাথা শিরদাঁড়া শর্তহীন সমর্পন
যদি বাজে বাঁশী চাঁদ পাহারায় ,নিশীযাপন
হেমলক সুরে গাইবো জেনো সর্ব পাওয়ার গান….
Spread the love

You may also like...

error: Content is protected !!