ক্যাফে গল্পে শীতল বিশ্বাস

টানাপোড়েন
বুঝতেই পারে না সমকে। লয় নিজেকে দিয়ে অনুসন্ধান চালায়।অন্যমনস্ক সম আশ্চর্য রকমের নির্বাক।পৃথিবীর সমস্ত কিছুই তার চোখে জীর্ণ। পথ ,ঘাট সম্পর্ক গুলোই গোলমেলে। ঘর থেকে রাস্তায় নামে দুজনে।যানবাহনের শব্দে,গন্ধে গা ঘুলিয়ে ওঠে।চোখ জ্বালা করে।রাস্তা পার হতে গিয়ে দৌড় লাগায়। লয় সমের পিছনে সম্পর্কের টানা পোড়েনে টাল খায়। পড়ে যায়।সম ছুটে আসে—