কিছু সম্পর্ক অসম্পূর্ণ রয়ে যায়,
কিছু বাক্য অসমাপ্ত থাকার জন্য!
তাই সব ইচ্ছে পূরণ হয়না,
রয়ে যায়, মনের গভীরে,
মন খারাপের জন্য!
সব পথ আলোর সন্ধান দেয় না ,
তবুও অন্ধকার ভেদ করে এগিয়ে যেতে হয়,
সহস্র মূহুর্তের বিনিময়ে,
হয়তো আছে, আলোর সন্ধান!
সময়ের হিসেব ও হারিয়ে যায়,
সুখের ঠিকানায়!
তাই, আকাশের বুকে, মিশে যাক সব কালো,
ভুল যা কিছু ভুলে গিয়ে,
শুরু হোক নতুন পথে চলা,
সঙ্গে নিয়ে সব ভালো!!