।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মাথুর দাস

জলের মতো

রাজা এবং রাণী
কেউ বলে জল, পানি ;
বললো, ‘জল উপর দিকে যায়,
দেখতে শুধু বশংবদ-ই পায়’ ।
প্রজা করলো কানাকানি,
কেউ বলে জানি, কি জানি ;
ভাবলো, ‘হ্যাঁ বললে পাবই জলপানি,
জলের উর্দ্ধগতি-ই মানি’ ।
বোঝালো ইতরজনে সব,
মাঠে ভরিয়ে কলরব ;
বললো, ‘জল বাষ্প হয়ে মেঘ,
তাকে ঠেলে হাওয়ার বেগ ;
মেঘ জমাট বেঁধে জল,
জল উপরে যায়, বল্’ !
‘জল উপর দিকে যায়’
‘জল উপর দিকে যায়’
শুনতে শুনতে সঙ্গী-স্যাঙাৎ
জলের মতো জলপানিটি পায় ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।